kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা

বরিশাল অফিস   

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংক লরি, প্রাইমমুভার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। গতকাল বুধবার বরিশাল অডিটরিয়ামে সংগঠনের বরিশাল বিভাগ, বৃহত্তর ফরিদপুর জেলা ও অঞ্চলিক কমিটির এক সভায় আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধরণ সম্পাদক সাইদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওসমান আলী খান। সভায় বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে এই সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন। এই যৌক্তিক দাবিগুলো ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনসহ অন্যান্য আন্দোলন অব্যাহত থাকবে।সাতদিনের সেরা