kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

সাতক্ষীরায় দুই সন্তানসহ ভাই-ভাবিকে হত্যা

ঘাতক ভাইয়ের ফাঁসি

সাতক্ষীরা প্রতিনিধি   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘাতক ভাইয়ের ফাঁসি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে দুই সন্তানসহ বড় ভাই-ভাবিকে হত্যার দায়ে ছোট ভাই রায়হানুর রহমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন। একই আদেশে আসামিকে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের জন্য সময় দেওয়া হয়েছে। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রায়হানুর রহমান (৩৬) খলিসা গ্রামের প্রয়াত ডা. শাহাজাহান আলীর ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর রাতে পারিবারিক কলহের জেরে শাহজাহান ডাক্তারের ছোট ছেলে রায়হানুর রহমান তাঁর বড় ভাই শাহীনুর রহমান, ভাবি সাবিনা খাতুন, তাঁদের ছেলে মাহী ও মেয়ে তাসমিনকে চেতনানাশক খাইয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় ১৫ অক্টোবর থানায় একটি হত্যা মামলা হয়।