kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

স্বাস্থ্যবিধি না মানায় রংপুরে দুই প্রধান শিক্ষককে শোকজ

রংপুর অফিস   

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেস্বাস্থ্যবিধি না মানায় রংপুরের দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তাঁদের তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতির হার প্রথম দিনের তুলনায় বেড়েছে বলে জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার পাটোয়ারিটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সাব্দি মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার পাঠদানের শুরুর দিন কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানা হয়নি। বিষয়টি জেলা শিক্ষা কার্যালয়ের নজরে এলে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর শিক্ষা বিভাগ। স্বাস্থ্যবিধি না মানায় দুটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে, যা খুবই আশাব্যঞ্জক।সাতদিনের সেরা