kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনদী ভাঙলে জমি খাস—এই আইন বাতিলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী থেকে তিন দিনের নৌযাত্রা শুরু করেছেন ভুক্তভোগীরা।

গতকাল শুক্রবার ঝালুপাড়াঘাট থেকে নৌযাত্রাটি শুরু করেন তাঁরা। এর আগে ঝালুপাড়া ব্রিজপার এলাকায় মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে। এতে সরিষাবাড়ী ছাড়াও পাশের সিরাজগঞ্জের কাজীপুরের ভুক্তভোগীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে আক্ষেপ আর হতাশার সুরে বক্তারা বলেন, যেহেতু তাঁরা ভূমি উন্নয়ন কর দেন, সেহেতু সরকারের উচিত তাঁদের ভূমি রক্ষা করা। অথচ ‘সরকারের’ নদী তাঁদের জমি ভেঙে নেয়। নদী ভাঙবে, কিন্তু তাঁদের জমি তাঁদের থাকবে। জমি কেন খাস হবে? এই আইন কেমন আইন? কোনো জমি নদীগর্ভে বিলীন হলে সেই জমির মালিকানা আর কারো থাকে না। ফলে সেই জমির খাজনা-খারিজ ও কেনাবেচা বন্ধ হয়ে যায়। তাই অবিলম্বে আইনটি বাতিলের দাবি জানান বক্তারা।

বক্তব্য দেন কবি আলতাফ হোসেন মাস্টার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা আলী আক্কাস, গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম আমিন, জাহিদ হোসেন প্রমুখ।সাতদিনের সেরা