kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

ইয়াবাসহ আ. লীগ নেতা আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের কেশবপুরে আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেনসহ তিনজন ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হয়। শাহাদাৎ হোসেন (৪৯) কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তাঁর বাড়ি উপজেলার আলতাপোল গ্রামে। আটক অন্য দুজন হলেন উপজেলার বাজিতপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও মজিদপুর গ্রামের আকাশ দাস (১৯)। কেশবপুর থানার উপপরিদর্শক হাসান মাহমুদ বলেন, ৬০ পিস ইয়াবাসহ আটকদের বৃহস্পতিবার ভোরে থানায় দিয়ে আসেন র‌্যাবের সদস্যরা। এর আগে শহরের দলিল লেখক সমিতি কার্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।