kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

বদলি আসামি গ্রেপ্তার ৫

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে পলাতক আসামিদের পক্ষে আদালতে হাজিরা দিতে গিয়ে ফেঁসে গেছেন পাঁচ ব্যক্তি। আদালতের নির্দেশে তাঁদের আটকের পর গত বুধবার রাতে মামলা করে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন ময়মনসিংহের নান্দাইলের ওয়ালি উল্লাহ, রফিকুল, সাইফুল, নুরুল্লাহ এবং পাশের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সোহেল। পুলিশ সূত্র জানায়, গত বুধবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম একটি মারামারি মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানি করছিলেন। এ সময় এক আসামির নাম ডাকা হলে একাধিক ব্যক্তি হাত তোলেন। এতে বিচারকের সন্দেহ হলে তাঁদের আটক করতে পুলিশকে নির্দেশ দেন।সাতদিনের সেরা