kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ায় মুখোশধারীর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মোয়াজ্জেম হোসেন সাজু (২৮) সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বঢ়দেশ গ্রামের সামস উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি পেনসিলভানিয়া ইনকের সভাপতি মাশুকুল ইসলাম খান জানান, সাজু পেনসিলভানিয়ার নর্থ-ইস্ট ফিলাডেলফিয়ায় পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে দক্ষিণ ফিলাডেলফিয়ার রাস্তায় তিনি বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় এক মুখোশাধারী ছিনতাইকারী তাঁদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীর সাজুকে গুলি করে দেয়। পরে বন্ধুরা তাঁকে জেফারসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা