kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

সেই মা-মেয়েকে গরু উপহার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেই মা-মেয়েকে গরু উপহার

গরু না থাকায় ৪০০ কেজি ওজনের ঘানি টানতে হচ্ছিল ময়মনসিংহের ফুলবাড়িয়ার অসহায় মা কমলা বেগম ও মেয়ে কাকলী আক্তারকে। গত রবিবার কালের কণ্ঠে ‘ঘানিতে মা-মেয়ে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তাঁদের সেই হাড়ভাঙা কষ্টের অবসান হলো। তাঁরা পেলেন ঘানি টানার গরু। 

কালের কণ্ঠ’র প্রতিবেদন দেখে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ফুলবাড়িয়ার ইউএনও আশরাফুল ছিদ্দিককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও সমাজসেবা অধিদপ্তর ও কালের কণ্ঠ শুভসংঘের প্রধান উপদেষ্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হারুন আল মাকসুদের যৌথ সহযোগিতায় ওই মা-মেয়ের জন্য একটি গরুর ব্যবস্থা করেন।সাতদিনের সেরা