kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

আঁটি কুড়িয়ে চলে সংসার

৪ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআঁটি কুড়িয়ে চলে সংসার

স্বামী মারা গেছেন, থাকেন রেলবস্তিতে। ছেলে ঘাট শ্রমিকের কাজ করলেও করোনায় তা বন্ধ। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার অস্থায়ী ময়লার স্তূপে আমের আঁটি খুঁজছেন ষাটোর্ধ্ব সুফিয়া বেগম। এক হাজার আঁটি সংগ্রহ করতে পারলে তা নার্সারি মালিকদের কাছে বেচেন ৩০০ টাকায়।     ছবি : কালের কণ্ঠ