kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

হাবিপ্রবিতে কাল থেকে পরীক্ষা

দিনাজপুর প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি কমিয়ে আনতে অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শেষ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ। আগামীকাল থেকে এই পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে সব অনুষদ বা বিভাগের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ৫৭তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, সেশনজট কমাতে এরই মধ্যে পরীক্ষর সব প্রস্তুতি শেষ হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল নম্বর/ই-মেইল আইডিসহ সংশ্লিষ্ট তথ্যাদি সংগ্রহ করা হয়েছে।সাতদিনের সেরা