kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভাস্কর্য স্থাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ভাস্কর্য স্থাপিত

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সুদক্ষ নেতৃত্ব ও অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। তাঁর অসামান্য ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসসংলগ্ন সড়ককে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সড়ক নামকরণ হয়। একই সঙ্গে সড়কের প্রবেশপথে তাঁর ভাস্কর্য ও স্মৃতিফলক স্থাপন করা হয়। গতকাল সোমবার সকালে ভাস্কর্য ও স্মৃতিফলক উন্মোচন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পৌর মেয়র নজরুল ইসলাম।সাতদিনের সেরা