kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

দূরত্ব কমবে ১৫ জেলার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপিত ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, তৃতীয় মেঘনা সেতুতে ঢাকার সঙ্গে ২৫ কিলোমিটার দূরত্ব কমে আসবে ১৫ জেলার। এই সেতুর জন্য প্রতীক্ষায় আছে ১৫ জেলার মানুষ। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প যোগাযোগ স্থাপনে সহায়তা করবে ১.৬৮ কিলোমিটারের সেতুটি। সেতুটি নির্মাণের ফলে ঢাকা-নারায়ণগঞ্জ-বাঞ্ছারামপুর-নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ সহজতর হবে। শুধু তা-ই নয়, ভারতের আগরতলার সঙ্গেও কমবে ঢাকার দূরত্ব। গতকাল শনিবার সেতু এলাকা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক সচিব আবু বক্কর ছিদ্দীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবু, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ।সাতদিনের সেরা