kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

গেম খেলা নিয়ে খুন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে মোবাইল ফোনে ভিডিও গেম খেলাকে কেন্দ্র করে সহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে মোবাইল ফোনে পাবজি গেম খেলা নিয়ে একই গ্রামের সুজন আলীর (২৫) সঙ্গে সহিদুলের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন বাড়ি থেকে ছুরি এনে সহিদুলের পেটে আঘাত করেন। পরে স্থানীয়রা সহিদুলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সদর হাসপাতালের কর্তব্যরত ডা. এস এম ফাতেহ আকরাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই ব্যক্তি মারা গেছেন। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা