kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

খুলনায় মৃত্যু বেড়েছে

খুলনা অফিস   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসপ্তাহের ব্যবধানে খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৬৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৮০ জন। আক্রান্তের হার ২৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৬৮ জন। আর এ সময়ে মারা গেছে ৫৮১ জন। জেলা সিভিল সার্জন দপ্তরের এক সপ্তাহের তথ্য বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার (২৪ জুলাই) খুলনায় করোনা আক্রান্তের হার ছিল ১৯ শতাংশ। এদিন মারা যায় আটজন। গত রবিবার (২৫ জুলাই) মারা যায় ১১ জন। গত সোমবার (২৬ জুলাই) মারা যায় ১১ জন। গত মঙ্গলবার (২৭ জুলাই) মারা যায় ৯ জন। গত বুধবার মারা যায় ৯ জন।