kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

মারা গেলেন দুই কয়েদি

ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর প্রতিনিধি   

২৮ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়া ও শেরপুর জেলা কারাগারের দুই কয়েদি গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া আমির উদ্দিন (৮৫) একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। আর শেরপুরের মারা যাওয়া মো. তৈমদ্দিন মাদক মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। আমির উদ্দিন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি ২০২০ সাল থেকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে গত সোমবার রাতে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আমির উদ্দিনের ছেলে সুমন মিয়া জানান, করোনা পরিস্থিতির কারণে গত বছরের পর থেকে বাবার সঙ্গে তাঁদের আর দেখা হয়নি। শেরপুরে মারা যাওয়া তৈমদ্দিন শহরের গৌরিপুর মহল্লার বাসিন্দা। শেরপুর জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ জানান, মাদকের দুটি মামলায় সাড়ে সাত মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত তৈমদ্দিন গত বছরের ৩১ ডিসেম্বর থেকে ওই কারাগারে ছিলেন। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় জেলা কারা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সর্বশেষ গতকাল ভোরে তাঁকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।সাতদিনের সেরা