kalerkantho

বুধবার । ৭ আশ্বিন ১৪২৮। ২২ সেপ্টেম্বর ২০২১। ১৪ সফর ১৪৪৩

দেড় বছরেও পাননি অবসর ভাতা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারীর পদ থেকে অবসরের দেড় বছর পরও অবসর ভাতা পাননি সাইদুর রহমান। বন্দরের প্রশাসন বিভাগের ভুলে তিনি ভুগছেন বলে দাবি সাইদুরের। সাইদুর রহমান জানান, বন্দরের প্রশাসন বিভাগের ভুল তথ্য উপস্থাপনের কারণে তাঁকে গ্র্যাচুইটিভুক্ত কর্মচারী হিসেবে দেনা-পাওনা পরিশোধ করা হয়। এ বিষয়ে আপত্তি জানিয়ে ২০২০ সালের ২৩ আগস্ট বন্দর চেয়ারম্যান বরাবর একটি আবেদন করেন। পরে তাঁকে গ্র্যাচুইটি হিসেবে দেওয়া অর্থ সমন্বয় করে অবসর সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়। কিন্তু এখনো তিনি সেই টাকা পাননি। মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহীনুল আলম জানান, অবসরপ্রাপ্ত কর্মচারী সাইদুর রহমানের বিষয়টি মানবিক বিবেচনায় দ্রুত সমাধান করা হবে। বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী এলাকার বাসিন্দা সাইদুর ১৯৮৫ সালের ৯ জুন মোংলা বন্দরে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১০ সালে নিরাপত্তা হাবিলদার হিসেবে পদোন্নতি পান। ২০১৯ সালের অক্টোবর মাসে অবসরে যান।সাতদিনের সেরা