kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য আটক

নরসিংদী প্রতিনিধি   

২৬ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনরসিংদীর মেঘনা নদীতে নৌকায় আনন্দভ্রমণে গিয়ে দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে কিশোর গ্যাংয়ের ৪৬ সদস্য। গত শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নজরপুরে শেখ হাসিনা সেতু এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন। কিশোর গ্যাংটির সদস্যরা নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া, শালিধা, মাধবদী থানাধীন চাঁন্দের পাড়া ও নজরপুর ইউনিয়নের বাসিন্দা। আটকের পর কিশোর গ্যাংয়ের সাত সদস্যের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার নির্দেশ দেওয়া হয়। বাকি সদস্যদের জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রইছ আল রেজুয়ান এই তথ্য নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা