kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

ফুলবাড়িয়ায় জেএমবি সদস্য গ্রেপ্তার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার জোরবাড়িয়া গ্রাম থেকে গত শুক্রবার রাতে আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামের জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তাঁর কাছ থেকে ১৪টি বুকলেট, লিফলেট ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে ফুলবাড়িয়া থানায় সোপর্দ করা হয়। আমিরুল জোরবাড়িয়া গ্রামের আ. হাকিমের ছেলে। আমিরুলের ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল শনিবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ আমলি আদালতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া থানার এসআই আব্দুর রাজ্জাক।

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, গ্রেপ্তার জেএমবি সদস্যকে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।