kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

‘সচেতনতাই হবে মূল হাতিয়ার’

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘পিতামাতা যেমন সন্তানের বটবৃক্ষ, প্রতিটি সন্তান পিতামাতার কাছে অমূল্য সম্পদ; তেমনি আপনার সচেতনতাই হবে করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার।’ গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি এ কথা বলেন।

ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের ক্লাবের মেয়েদের মধ্যে বাইসাইকেল বিতরণ উপলক্ষে বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম আরো বলেন, ‘খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। আওয়ামী লীগ সরকার ক্রীড়াবান্ধব সরকার।’

ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবুল খায়ের দুলাল, ইউএনও সৈয়দা শমসাদ বেগম প্রমুখ।সাতদিনের সেরা