kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

সিলেটে চার দিনে মৃত্যু ২৮, শনাক্ত ১৩৪৩

সিলেট অফিস   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে চার দিনে মৃত্যু ২৮, শনাক্ত ১৩৪৩

ঈদের ছুটিতে গত চার দিনে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩৪৩ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট জেলায়। এই সময়ে জেলায় আক্রান্ত হয়েছে ৭৮৩ জন, মারা গেছে ২০ জন। সবশেষ ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৩৮৪ জনের এবং মারা গেছে আটজন। একইভাবে শনাক্ত ৩৮৪ জনের মধ্যে ২০০ জনই সিলেটের।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিভাগে ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেটে ২১৯ জন, সুনামগঞ্জে ৫৪ জন, হবিগঞ্জে ৪০ জন ও মৌলভীবাজারে ২৬ জনের করোনা শনাক্ত হয়। একই দিন করোনায় মারা যায় ১১ জন। ঈদের দিন ২১ জুলাই বিভাগে ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেটে ২৪১ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ২৮ জন ও মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়। ঈদের দিন বিভাগে মারা যায় পাঁচজন। ঈদের পরদিন ২২ জুলাই বিভাগে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে সিলেটে ১২৩ জন ও হবিগঞ্জের ৫২ জন রয়েছে। এই দিন সিলেটে চারজনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ৪১.০৭ শতাংশই করোনা আক্রান্ত।সাতদিনের সেরা