kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

দেড় বছরে ৩৫ মৃত্যু ২৩ দিনেই ২৭

নীলফামারী প্রতিনিধি   

২৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেড় বছরে ৩৫ মৃত্যু ২৩ দিনেই ২৭

নীলফামারীতে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল শুক্রবার পর্যন্ত চলতি মাসের ২৩ দিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। যেখানে শুরু থেকে ৩০ জুন পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ছিল ৩৫।

অন্যদিকে মহামারির শুরু থেকে জেলায় মোট দুই হাজার ৯৭৯ জন আক্রান্ত হলেও চলতি মাসেই আক্রান্ত হয়েছে এক হাজার ১৩০ জন। সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২০ সালের ৭ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক। একই উপজেলায় ২৬ এপ্রিল প্রথম মৃত্যু হয় একজনের। এর পর থেকে পর্যায়ক্রমে বাড়তে থাকে জেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ৩০ জুন পর্যন্ত ১৫ মাসে জেলায় আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৮৪৯ জন। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল পর্যন্ত) জেলায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে ৩৩ জন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ১১ জন এবং ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।সাতদিনের সেরা