kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

দুই বছরে আট বার ভাঙল সেতুটি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমৌলভীবাজারের কুলাউড়ার রাউত্গাঁওয়ে ফানাই নদীর ওপর থাকা বেইলি সেতুর ট্র্যানজ্যাম গত শুক্রবার ফের ভেঙে গেছে। এতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কুলাউড়া-রবিরবাজার সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত ১৮ মার্চ সেতুটির ট্র্যানজাম ভেঙে দুই দিন যান চলাচল বন্ধ ছিল। এ নিয়ে গত দুই বছরে সাত-আটবার ভেঙে পড়ার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি অনেক পুরনো হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও লোকজন। শুক্রবার দুপুরে ভেঙে যাওয়ার পর সড়ক ও জনপথ বিভাগের লোকজন সংস্কারকাজ শুরু করেন। তবে গতকাল বিকেল পর্যন্ত সেটি চালু করা যায়নি। কুলাউড়া-রবিরবাজার সড়কের সংস্কারকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওয়াহিদ কনস্ট্রাকশন’-এর সুপারভাইজার তারিকুল ইসলাম জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতু দিয়ে যাওয়ার সময় দুটি স্থানে ট্র্যানজাম ভেঙে যায়। এর পর তাঁরা সেতুর দুই প্রবেশমুখে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সড়ক ও জনপথ বিভাগ (মৌলভীবাজার) কুলাউড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুভাষ পুরকায়স্থ বলেন, ‘লকডাউনের জন্য শ্রমিক না পাওয়ায় শুক্রবার কাজ শুরু করতে পারিনি। শনিবার সকাল থেকে সংস্কারের কাজ চলছে।’সাতদিনের সেরা