kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

মাদরাসা খোলা রাখায় সংঘর্ষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

২ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার ধুনটে লকডাউনেও মাদরাসা খোলা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গতকাল বৃহস্পতিবার সকালে সোনাহাটা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে ধুনটসহ সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। এর মধ্যেও ইসলামিক জিনিয়াস মডার্ন মাদরাসা খোলা রেখে পাঠদান করছিল কর্তৃপক্ষ। তা দেখে সোনাহাটা বাজারের মণ্ডল স্টোরের মালিক আশিকুর রহমান মানিক প্রতিবাদ করেন। এ নিয়ে মাদরাসার দুই পরিচালক মহসীন আলম ও গোলাম মোস্তফার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাঁদের মধ্যে ধাওয়াধাওয়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।সাতদিনের সেরা