kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

আলট্রাসনোগ্রাম না মেলায়...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি প্রতিষ্ঠান আল-খলিল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতির অস্ত্রোপচারের মাঝপথে বেরিয়ে গেছেন এক চিকিৎসক। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় প্রসূতি রিক্তা আক্তারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নতুন করে অস্ত্রোপচার শেষে প্রসূতি সুস্থ থাকলেও সদ্যোজাত শিশুকে এনআইসিউতে রাখা হয়েছে। রিক্তা বিজয়নগর উপজেলার শাকিল মিয়ার স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অন্য জায়গায় করা আলট্রাসনোগ্রাম রিপোর্টের সঙ্গে প্রসূতির বাস্তবিক অবস্থার মিল না থাকায় চিকিৎসক অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেন। ডা. সায়মা রহমান ইমা জানান, প্রসূতি মা ও শিশুর ভালোর জন্যই ঢাকায় পাঠানো হয়েছে।