kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

প্রধানমন্ত্রীকে হুমকি

সেই ছাত্রকে বহিষ্কার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেই ছাত্রকে বহিষ্কার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্র ফয়সাল আহমেদ মিনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন ফয়সাল। কিন্তু প্রথম বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে অকৃতকার্য হন তিনি। নিয়ম অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষে তাঁর পুনঃ ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি আর ভর্তি হননি।

আদেশে আরো বলা হয়, রাষ্ট্রবিরোধী ও বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে ফয়সালকে সাময়িক বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত বুধবার ফেসবুকে নিজের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্ট্যাটাস দেন ফয়সাল। এই ঘটনায় সেদিন রাতে গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মাসুদ রানা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে ফয়সালকে গ্রেপ্তার করে পুলিশ।