kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

মাগুরা পৌরসভা

শৌচাগার নেই ৩০০ পরিবারের

মাগুরা প্রতিনিধি   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরা পৌর এলাকায় ৩০০টি পরিবার এখনো খোলা স্থানে মলমূত্র ত্যাগ করে। তা ছাড়া ১৮ হাজার ৩৫৪টি পরিবারের নিজস্ব টয়লেট রয়েছে। আর এক হাজার ২৬২টি পরিবার সম্মিলিত টয়লেট ব্যবহার করছে। মাগুরা পৌরসভা মিলনায়তনে গতকাল বুধবার স্যানিটেশন পরিকল্পনাবিষয়ক এক কর্মশালায় এই তথ্য পাওয়া গেছে।

মাগুরা পৌর প্যানেল মেয়র মকবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় মতবিনিময়ে অংশ নেন আয়োজক সংস্থা ‘প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ’-এর প্রকল্প ব্যবস্থাপক ফরিদুজ্জামান স্বপন, পৌর সচিব রেজাউল করিম, প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে প্যানেল মেয়র মকবুল হাসান বলেন, ‘এই প্রকল্পের আওতায় পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে উন্নত মানের টয়লেট।’সাতদিনের সেরা