kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

শিক্ষা কর্মকর্তার কাছে জিম্মি শিক্ষকরা

দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলমের বিরুদ্ধে নানা অভিযোগ

খুলনা অফিস   

২৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিক্ষা কর্মকর্তার কাছে জিম্মি শিক্ষকরা

খুলনার দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলমের বিরুদ্ধে শিক্ষকদের বিনোদন ভাতা প্রদানে অনিয়ম, জাতীয় করা শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু প্রধান শিক্ষকের বেতন নির্ধারণে অসংগতি, সাধারণ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই শিক্ষা কর্মকর্তা বদলি আদেশের এক বছরের বেশি সময়েও নানা অজুহাতে কর্মস্থল ত্যাগ করেননি। প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালকের দপ্তরে দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী শিক্ষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মার্চে দাকোপ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন অহিদুল আলম। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষকদের চাকরির মেয়াদ তিন বছর হলে সাধারণত বিনোদন ভাতা ও ছুটি প্রাপ্ত হন। এ ক্ষেত্রে ২০১৯ সালে ৭৫ জন শিক্ষককে বিনোদন ভাতা দেন ওই শিক্ষা কর্মকর্তা। তাঁদের মধ্যে অনেকেরই চাকরির বয়স তিন বছর পূর্ণ ছিল না। শুধু তা-ই নয়, আগের ছুটির তারিখ গোপন রেখে অনেককে একাধিকবার বিনোদন ভাতা দেওয়া হয়েছে। অন্যদিকে একই সময়ে জাতীয় করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মধ্যে ১০ জনকে অনৈতিকভাবে বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছেন। এ ছাড়া উপজেলার ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের ডিজিটাল হাজিরা মেশিন কেনা, নিজ অফিসকে হোমিওপ্যাথি চেম্বার হিসেব ব্যবহার, বয়স্ক শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

চাকরির বয়স চার থেকে পাঁচ বছর পার করছেন—এমন কয়েকজন শিক্ষক জানান, বিনোদন ছুটির ক্ষেত্রে আর্থিক সুবিধা দিতে হয় শিক্ষা কর্মকর্তাকে। শুধু তা-ই নয়, সর্ভিস বুক জমা ও গ্রহণকালেও অফিসে টাকা দিতে হয়। চাকরির ভয়ে প্রকাশ্যে কিছু বলতে বলতে পারছেন না তাঁরা। তাঁদের আরো অভিযোগ, ২০২০ সালের ১৫ মার্চ পটুয়াখালীতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলি হলেও সেখানে যোগ দেননি তিনি।

দাকোপ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল আলম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘জেলা দপ্তর এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’সাতদিনের সেরা