kalerkantho

শুক্রবার । ৮ শ্রাবণ ১৪২৮। ২৩ জুলাই ২০২১। ১২ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

মাস্ক বিতরণ বৃক্ষরোপণ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) ও বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

২০ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাস্ক বিতরণ বৃক্ষরোপণ

করোনা সচেতনতায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ব্যবসায়ী, পথচারী, ভ্যানচালকসহ প্রায় ৪০০ মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ বিতরণে অংশ নেন। শুভসংঘের এই কাজের প্রশংসা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।

বোয়ালখালীতে বৃক্ষরোপণ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে শুভসংঘের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে ফলদ গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের বন্ধুরা। ক্রমান্ব্বয়ে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্কুল কলেজ ও সড়কের আশপাশে কয়েক শ গাছ লাগানো হবে।সাতদিনের সেরা