kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

সেই ‘খাই খাই’ চেয়ারম্যান বরখাস্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সেই ‘খাই খাই’ চেয়ারম্যান হোসেন রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইউপি চেয়ারম্যান রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে আটটি অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর আগে গত ৩ এপ্রিল কালের কণ্ঠে ‘শুধু খাই খাই করেন চেয়ারম্যান রানা’ শিরোনামে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। রানা নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।