kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

এমপিকে কাদা ছোড়ার ঘটনা তদন্তে কমিটি

খুলনা অফিস   

১৬ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনার কয়রায় ভাঙা বাঁধ দেখতে যাওয়া সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে লক্ষ্য করে কাদা ছোড়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

এ ঘটনায় কারা জড়িত, অন্তরালে কারা, কেন বা কী কারণে এটি করেছে, তা অনুসন্ধান করতে বলা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুজিৎ কুমার অধিকারের কাছে জমা দিতে বলা হয়েছে।

জেলা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার থেকে কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এম মুজিবুর রহমান, সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু প্রমুখ।সাতদিনের সেরা