kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

খাল খননের পর পারে বৃক্ষরোপণ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের নান্দাইলের ফস্তা খাল পুনঃখনন ও সংস্কার করে দুই পারে বনজ, ফলদ ও ওষধি গাছ লাগানো হয়েছে। গতকাল রবিবার সকালে গাছ লাগানোর উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) উদ্যোগে পরিত্যক্ত খালটি পুনঃখনন ও সংস্কারের পর দুই পারে গাছ লাগানো হলো। এতে জলাবদ্ধতা দূরসহ ফসলি জমিতে প্রয়োজনীয় পানির ব্যবস্থা হবে। গাছ লাগানো কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্দাইল পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভুইয়া, বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক বদরুল আলম, নির্বাহী প্রকৌশলী রনি সাহা, সহকারী প্রকৌশলী (সওকা) ওয়াসিম আকরাম ও নান্দাইল বিএডিসির উপসহকারী প্রকৌশলী আছাদুল হক।