kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

পানিতে ডুবে চার ভাই-বোনসহ সাতজনের মৃত্যু

প্রিয় দেশ ডেস্ক   

১৪ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরংপুরে ঘাঘট নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। গতকাল রবিবার দুপুরে নগরীর গঙ্গাহরি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো একই গ্রামের মৃত লতিফুর রহমানের মেয়ে নাজমুন নাহার লিটু (১০) ও গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আরিফুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১২)। কয়েক দিন আগে আব্দুল্লাহ গঙ্গাহরিতে খালার বাড়িতে বেড়াতে এসেছিল।

নওগাঁয় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো একই মহল্লার রেবেকা বেগম ছেলে রাসেল হোসেন (১৬) ও মেয়ে শিমু খাতুন (৬)। রাসেল ও শিমু সম্পর্কে সত্ভাই-বোন।

বগুড়ার গাবতলীর ডিহিডওর গ্রামে গতকাল পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহান (৯) ও রন্টু মিয়ার ছেলে সৌরভ (৮)।

সিরাজগঞ্জ সদরে গতকাল দুপুরে খালে ডুবে পাঁচ বছরের শিশু সাদিয়ার মৃত্যু হয়েছে। সে বাগডুমুর গ্রামের নুরু সেখের মেয়ে।