kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

প্রতিবাদী নেতাকে মেরে গণপিটুনিতে নিহত মাদকসেবী

মেহেরপুর প্রতিনিধি   

১৩ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমেহেরপুরের মুজিবনগরে নেশা করতে নিষেধ করায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে এক মাদকসেবী। এই ঘটনার পর পরই গ্রামবাসী মাদকসেবী মনিরুল ইসলাম মনিকে বেঁধে পিটুনি দিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার সকালে যতারপুর গ্রামে এই ঘটনা ঘটে।

প্রতিবাদী সাইদুর রহমান যতারপুর গ্রামের সবজি ব্যবসায়ী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। মাদকসেবী মনি একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মনি এলাকার চিহ্নিত মাদকসেবী। মনির সঙ্গে এলাকার বিভিন্ন অপরাধীদের সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না। গতকাল সকালে মনি গ্রামের মাচায় বসে প্রকাশ্যে নেশা করছিল। ওই সময় সাইদুর তাকে নেশা করতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মনি হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে সাইদুরের গলায় কোপ দেয় এবং উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা মনিকে কাঁচা পাট দিয়ে বেঁধে পিটুনি দিলে সেও সেখানেই মারা যায়।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।  খবর পেয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার মুরাদ আলী বলেন, মনিরুলের বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। গ্রামবাসীর সামনে যখন সে হত্যাকাণ্ড ঘটায় তখন গ্রামবাসী সংক্ষুব্ধ হয়ে গণপিটুনির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ঘটনার পেছনে যদি অন্য কোনো কারণ থাকে, তদন্তে বেরিয়ে আসবে।সাতদিনের সেরা