kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

ফেনী নদীতে কৃষকের লাশ

ফেনী প্রতিনিধি   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফেনীর ছাগলনাইয়ায় ফেনী নদী থেকে আঞ্জু মিয়া নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে শুভপুর ইউনিয়নের চম্পকনগর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে চম্পকনগরের কৃষক আঞ্জু  মিয়া (৬০) জ্বালানি কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। দিনভর সম্ভাব্য স্থানে তাঁকে খোঁজেন স্বজনরা। এক পর্যায়ে গতকাল সকাল ১০টার দিকে ফেনী নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, বৃদ্ধের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।সাতদিনের সেরা