kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

নিষেধাজ্ঞা অমান্য ১৬ জেলে আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ এক লাখ মিটার জাল ও এক মণ মাছ জব্দ করেছে কুয়াকাটা নৌ পুলিশ। এ সময় ১৬ জেলেকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাবনাবাদ নদের মোহনায় কুয়াকাটা নৌ পুলিশের এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বে একদল নৌ পুলিশ অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এক সপ্তাহ ধরে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করে আসছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় লোকজন। এ ব্যাপারে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা