kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

‘সমতা ছাড়া জাতীয় উন্নয়ন অসম্ভব’

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১২ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন বলেছেন, ‘নারী-পুরুষের সমতা না হলে জাতীয় উন্নয়ন অসম্ভব। কোনো কাজকে নারী বা পুরুষের জন্য নির্দিষ্ট করা ঠিক নয়।’ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসন আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময়  এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব রহমাতুল মুমিন আরো বলেন, ‘বৃত্ত ভেঙে সব কাজে নারী-পুরুষের সমান অংশগ্রহণ আজ সময়ের দাবি। সরকার এ লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শেষে উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করেন তিনি। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও মো. মেজবাউল করিম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবায়দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা