kalerkantho

সোমবার । ৭ আষাঢ় ১৪২৮। ২১ জুন ২০২১। ৯ জিলকদ ১৪৪২

মেঘনা নদীতে ডুবল বাল্কহেড ২ শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি   

১১ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেঘনা নদীতে নোঙর করা ছিল বালুবাহী বাল্কহেডটি। সে সময় ভেতরে ঘুমাচ্ছিলেন চার শ্রমিক। হঠাৎ বাল্কহেডটি ডুবে যায়। টের পেয়ে দুই শ্রমিক নাঈম সিকদার ও মো. মহিউদ্দিন সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন।

গতকাল বৃহস্পতিবার ভোরে চাঁদপুরের মতলব উত্তরের দশানি মোহনপুর এলাকায় নদীতে এই দুর্ঘটনা ঘটে। এর ১২ ঘণ্টা পর বাল্কহেডটির ভেতরেই নিখোঁজ দুই শ্রমিক মিজানুর রহমান ও সাজু সিকদারের লাশ মেলে। কোস্ট গার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ দুটি উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এ ব্যাপারে মতলব উত্তর থানায় মামলা করা হয়েছে।

মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদুজ্জামান জানান, দুর্ঘটনার শিকার বাল্কহেডের চার শ্রমিকের বাড়ি বরগুনার তালতলীতে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।