kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

বাড়ছে করোনা রোগীর সংখ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি   

৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। গত সোমবার ২২ জন করোনায় সংক্রমিত হয়েছে। আগের দিন রবিবার এই সংখ্যা ছিল ১৮। গত তিন দিনে এই জেলায় তিনজন মারা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনি, রবি ও সোমবার জেলায় মোট ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫৭ জন করোনা পজিটিভ হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ২৬.৫১ শতাংশ। শনিবার সদর হাসপাতালে একজন এবং রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে একজন করে রোগী মারা গেছে। সবার বয়স ৬০ বছরের ঊর্ধ্বে। তিনজনই দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগে ভুগছিলেন। এ ছাড়া সদর পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বন্যা করোনায় আক্রান্ত হয়ে সোমবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার বলেন, এই মুহৃর্তে জেলায় মোট ১৫৫ জন করোনা রোগী আছে।সাতদিনের সেরা