kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

হোটেলে খেয়ে অসুস্থ অর্ধশত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   

৯ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজামালপুরে সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর এলাকায় হোটেলে খাবার খেয়ে শিশু-নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। গত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তারা অসুস্থ হয়ে পড়ে।

জানা যায়, অসুস্থদের মধ্যে শিশু আর নারীর সংখ্যা বেশি। সোমবার সকালে তারা লালু মিয়ার হোটেলে নাশতা করেছিল, যা পচা-বাসি ছিল বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের মধ্যে ২৭ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজন জামালপুর সদর হাসপাতালে ভর্তি আছে। আর ২৬ জন চিকিত্সা শেষে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন মিষ্টি ও তানিয়ার মা সুমি বেগম বলেন, ‘আমার দুটি বাচ্চা তাদের দাদার সঙ্গে লালুর খাবার হোটেলে (সোমবার) সকালে নাশতা করতে যায়। নাশতা খেয়ে বাড়ি ফিরলে পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়।’

মজনু মিয়া, সিরাজ উদ্দিন, জামিনুর জানান, রুটি-ডাল খেয়ে বমি শুরু হলে তাঁরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

অভিযুক্ত লালু মিয়ার দাবি, ‘অনেক বছর ধরে হোটেল ব্যবসা করি। এ রকম ঘটনা কখনো হয়নি। ময়দা ও তেল বাউসি বাজারের মুদি দোকানি বাসেদের কাছ থেকে কিনে এনেছি। সমস্যা হলে তাঁর দোকানের পণ্যতে হতে পারে।’

অন্যদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক।সাতদিনের সেরা