kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলে ঢুকতে দেবেন না : আমু

ঝালকাঠি প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনার ভারতীয় ধরন যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য উত্তরাঞ্চলের কাউকে দক্ষিণাঞ্চলের জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সংসদ সদস্য আমির হোসেন আমু। গতকাল রবিবার ঝালকাঠির পৌর ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহরের বারোচালা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এতে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু।