kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

‘শহরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নয়’

যবিপ্রবি প্রতিনিধি   

৭ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শহরের রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নয়’

আনোয়ার হোসেন

আগামী তিন বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাইজ করার রোডম্যাপ ঘোষণা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণিকক্ষও ডিজিটাইজ করা হবে।

একই সঙ্গে শহরের অপরাজনীতির সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা সুনীতিতে ফিরে না এলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে দ্বিতীয় মেয়াদে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।সাতদিনের সেরা