kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

এমপির সেই ভাগ্নে জেলে

নাটোর প্রতিনিধি   

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএমপির সেই ভাগ্নে জেলে

নাটোরে গ্রেপ্তার সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানযীম আলম তাবাসসুমের ভার্চুয়াল আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় বিচারক অন্তরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বলেন, ‘এমপি শিমুলের সহায়তায় অন্তরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়।’  প্রসঙ্গত, জেলার পাউবো নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধর, হত্যার হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় অন্তরকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার জেলা শহরের বড়গাছা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সাতদিনের সেরা