kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

বিদায়ি উপাচার্যের পক্ষে-বিপক্ষে

যশোর প্রতিনিধি   

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্যোবিদায়ি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার যশোর প্রেস ক্লাবের সামনে উপাচার্যের পক্ষে এবং ১০ গজ দূরে বিপক্ষের লোকজন মানববন্ধন করে। ড. আনোয়ার হোসেনের পক্ষে মানববন্ধন শেষে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তাঁর সমর্থকরা। এতে লিখিত বক্তব্যে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, বিদায়ি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একাংশ একই সময়ে প্রেস ক্লাবের সামনে পাল্টা মানববন্ধন করে। তারা উপাচার্যের অনিয়ম, দুর্নীতির তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর পুনর্নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে।সাতদিনের সেরা