kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

টিকা নেওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত

রংপুর অফিস   

২৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিকা নেওয়ার পরও দ্বিতীয়বার আক্রান্ত

রংপুরে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পরও তিন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে একজন টিকা নেওয়ার পরও দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এটি স্বাভাবিক বলে জানিয়েছেন সিভিল সার্জন। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার ফোরকান আলী গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা নেন। গত ২৯ এপ্রিল তাঁর করোনা শনাক্ত হয়। গত ২১ মে করোনা পরীক্ষায় আবার তাঁর পজিটিভ আসে। এ ছাড়া নার্সিং অফিসার আশরাফুল ইসলাম শামীম দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে গত ১৯ মে করোনা আক্রান্ত হন। আবার করোনা আইসোলেশন সেন্টারের সিনিয়র স্টাফ নার্স নার্গিস বেগম করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরও গত ৬ মে তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।সাতদিনের সেরা