kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

প্রতিপক্ষের গরম পানিতে ঝলসালো যুবকের শরীর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি   

১৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবগুড়ার শেরপুরে প্রতিপক্ষের ছোড়া গরম পানিতে শিহাব মণ্ডলের (৩৫) শরীর ঝলসে গেছে বলে অভিযোগ। সাউন্ড বক্সের সাহায্যে উচ্চ শব্দে গান শোনাকে কেন্দ্র করে গত শুক্রবার বড়ইতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে শিহাবের চাচা শাহজাহান আলী গত শনিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে সাতজনকে অভিযুক্ত করা হয়েছে।

শিহাবের শরীরের অন্তত ৪০ ভাগ ঝলসে গেছে। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রামবাসীর অভিযোগ, ঈদের নামাজ শেষে শিহাবসহ কয়েকজন যুবক মসজিদসংলগ্ন মাঠে সাউন্ড বক্সের সাহায্যে উচ্চ শব্দে গান শুনছিল। এ সময় গ্রামের কয়েকজন তাদের বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়।

এক পর্যায়ে প্রতিপক্ষরা সেখানে থাকা চায়ের দোকানে জ্বলন্ত চুলার ওপর থেকে কেতলি নিয়ে শিহাবের দিকে ছুড়ে মারে। ফলে গরম পানিতে তাঁর পিঠ থেকে ঊরু পর্যন্ত ঝলসে যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।