kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

‘বিরক্ত’ হনুমানের আক্রমণে জখম ৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএখানে-ওখানে ঘোরাঘুরির পর গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বজরাটেক এলাকায় আসে ভারতীয় হনুমানটি। এ খবর ছড়িয়ে পড়তেই উত্সুক লোকজন হনুমানটি দেখতে ভিড় জমায়। এ সময় অনেকেই ছবি তুলছিল, কেউ কেউ ভিডিও করছিল। কেউবা আবার হনুমানটির দিকে খাবার ছুড়ে দিচ্ছিল। এক পর্যায়ে হনুমানটি তাদের ওপর চড়াও হয়। এতে পাঁচজন আহত হয়। তারা হলো গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইয়ারুল, জাহান, নফুল, কাশেম ও নুরুল ইসলাম। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ইউপি সদস্য ইয়ারুল ও জাহানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, হনুমানটিকে বিরক্ত করায় এই ঘটনা ঘটেছে।