kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

ধান-চাল সংগ্রহে দুর্নীতির প্রতিবাদ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি   

১০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনের পরের দিনই অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মিল মালিক সমিতি ও কৃষকরা। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, মিল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ১১৮ মিল মালিককে বাদ দিয়ে দুই মিল মালিককে নিয়ে খাদ্য গুদামে নিম্নমানের চাল সরবরাহ করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম বলেন, ‘নীতিমালা মেনে অভিযান চলছে।’সাতদিনের সেরা