kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

গাছচাপায় ঘুমন্ত দম্পতির মৃত্যু

নীলফামারী প্রতিনিধি   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাছচাপায় ঘুমন্ত দম্পতির মৃত্যু

নীলফামারীতে ঘরে গাছ চাপা পড়ে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের এনতাজুল হক (৫৩) ও তাঁর স্ত্রী মোমেনা খাতুন (৪২)। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে তাঁদের সঙ্গে ঘুমিয়ে থাকা নাতি জিহাদ (৪)। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ওই দম্পতি নাতি জিহাদকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে ঘরের পাশে থাকা একটি আম ও একটি মেহগনি গাছ উপড়ে পড়ে ঘরটিকে চাপা দেয়। বিকট শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে ঘরের টিন ও বেড়া কেটে দম্পতিকে অচেতন এবং শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। এ সময় হাসপাতালের কর্মরত চিকিৎসক দম্পতি এনতাজুল হক ও মোমেনা খাতুনকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা