kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

শিকলবন্দি যুবকের পাশে এক কর্মকর্তা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতিলেইট গ্রামের শিকলবন্দি আবুল হোসেনের (৩৬) চিকিৎসার দায়িত্ব নিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মান্নান। তিনি বুধবার রাতে এই প্রতিবেদককে ফোন করে এ কথা জানান। এর আগে তিনি ফুলবাড়িয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া আবুল হোসেনের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান কিবরিয়া। প্রতিবন্ধী আবুল হোসেনের চিকিৎসা করাতে না পেরে অসহায় মা হাজেরা খাতুন তাঁকে শিকলবন্দি করে রাখেন। এ নিয়ে গত ৩ মে কালের কণ্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।সাতদিনের সেরা