kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

নীলফামারীতে অনিয়মে বিল বন্দোবস্ত

নীলফামারী প্রতিনিধি   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ী ইউনিয়নের দক্ষিণ কিসামত গোড়গ্রামে শত বছরের পুরনো জলমহল ‘পেট বিষা বিল’। নিয়ম ভঙ্গ করে সরকারি ওই জলাশয়কে দোলা (কৃষিজমি) হিসেবে ছয় পরিবারকে বন্দোবস্ত দেওয়ার অভিযোগ এলাবাসীর। বন্দোবস্ত বাতিল করে জনস্বার্থে জলাশয়টি উন্মুক্ত করে দেওয়ার দাবি তাদের। এরই মধ্যে জেলা প্রশাসক বরাবর তারা আবেদনও জানিয়েছে।

জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘ফাইল বের করে দেখেছি, রেজিস্ট্রির মাধ্যমে কবুলত করে দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ আমার বরাবর কবুলত বাতিলের আবেদন করেছে।’সাতদিনের সেরা